জাগো নিউজ ডেস্ক
Advertisement
কৌতুক- এক : স্বামীর ওপর মনোযোগ দেনম্যাডাম: তিতুমীর কে চেন?বকুল: না ম্যাডাম, চিনি না।ম্যাডাম: তোমার পড়াশোনায় মনোযোগ দাও, তাহলেই চিনতে পারবে।বকুল: আপনি কি সুমি আন্টিকে চেনেন?ম্যাডাম: না, চিনি না।বকুল: আপনার স্বামীর ওপর মনোযোগ দেন, তাহলেই চিনতে পারবেন।
> আরও পড়ুন- আজকের কৌতুক : শরীরে যে কৃপণের রক্ত
****
Advertisement
কৌতুক- দুই : ছেলেরা প্রেম না করলেশিক্ষক: ছেলেরা প্রেম না করলে কার লাভ?ছাত্র: বাবার লাভ।শিক্ষক: ছেলেরা প্রেম করলে কার লাভ?ছাত্র: মোবাইল কোম্পানির লাভ! শিক্ষক: আর ছেলেরা ছ্যাকা খাইলে?ছাত্র: সিগারেট কোম্পানির লাভ!
> আরও পড়ুন- আজকের কৌতুক : তুমিও টাইম পাস করো
****
কৌতুক- তিন : আইনস্টাইন এবং মিস্টার বিনআইনস্টাইন এবং মিস্টার বিন পাশাপাশি সিটে বসে আছেন দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার জন্য। আইনস্টাইন বললেন- আইনস্টাইন: চলো একটা গেম খেলি। আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, যদি তুমি উত্তর দিতে না পার তবে তুমি আমাকে ৫ ডলার দিবে। আর আমি যদি না পারি তবে আমি তোমাকে ৫০০ ডলার দেব।মিস্টার বিন: রাজি। করেন প্রশ্ন।আইনস্টাইন: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?মিস্টার বিন কোনো উত্তর দিলেন না, তার পকেট থেকে ৫ ডলার দিয়ে দিলেন।
Advertisement
এবার মিস্টার বিনের প্রশ্ন করার পালা- মিস্টার বিন: কী তিন পায়ে পাহাড়ে যায় এবং চার পায়ে নেমে আসে?আইনস্টাইন ইন্টারনেট সার্চ দিলো এবং তার মেধাবী সব বন্ধুদের কাছে জানতে চাইলো। একঘণ্টা পর তিনি মিস্টার বিনকে ৫০০ ডলার দিয়ে দিলেন। আইনস্টাইন বিস্মিত হয়ে মিস্টার বিনকে জিজ্ঞেস করলেন- আইনস্টাইন: এবার উত্তরটা তুমিই বলো। মিস্টার বিন তার পকেটে হাত দিলেন এবং আইনস্টাইনকে ৫ ডলার দিয়ে দিলেন!
এসইউ/এমএস