জাতীয়

৪ অক্টোবরের মধ্যে শ্রমিকদের ছুটি দেওয়ার আহ্বান

ঈদ ও পূজার আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার জন্য মালিকদের প্রতি আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা শেষে এ আহবান জানান তিনি।শ্রমিকরা যাতে স্বজনদের সঙ্গে ঈদ ও পূজা পালন করতে পারেন, সেই কারণে আগামী ২৭ সেপ্টেম্বর ও ৪ অক্টোবরে মধ্যে পর্যায়ক্রমে তাদের ছুটি দেওয়ার জন্য মালিকদের প্রতি আহবান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তিনি শ্রমিকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঈদ-পূজার মানুষ যাতে নির্বিঘ্ন ঘরে ফিরতে পারে সে জন্য সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রমিকরা বাড়িতে গিয়ে যেন সুষ্ঠুভাবে ঈদ ও পূজায় অংশ নিতে পারেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা (কারখানা মালিক) প্রতিশ্রুতি দিয়েছেন, ঈদ ও পূজার আগে ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এ চারদিন পর্যায়ক্রমে শ্রমিকদের ছুটি দেবেন। আর ছুটির আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করবেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঈদের সময় যানজট সৃষ্টি হয়। সে কারণে পর্যায়ক্রমে ছুটি দিতে তাদের বলেছি। এ সময় যেন যানজট সহনীয় পর্যায়ে থাকে। তারাও এ ব্যাপারে  প্রতিশ্রুতি দিয়েছেন।এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সভাপতিত্বে আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতাদি পরিশোধসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বিজিএমইএ এবং বিকেএমইএ প্রতিনিধি ছাড়াও পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ উপস্থিত ছিলেন।

Advertisement