রাজশাহী বিশ্ববিদালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন সরকারি পর্যায়ের ১৬ দিনব্যাপী (১৫-৩১ জুলাই ২০১৫) ‘একাডেমিক এক্সচেঞ্জ/স্টাডি ভিজিট প্রোগ্রাম’-এ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। মঙ্গলবার দুপুরে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) এর আওতায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খানের নেতৃত্বে ১২ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি এই সফরে যাচ্ছেন।সফরকালে তারা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বেশকিছু উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন এবং সেসব বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের বিভিন্ন ধরনের একাডেমিক সহযোগিতার ক্ষেত্রেগুলো অনুসন্ধান করবেন।অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ছাড়াও সফরকারী প্রতিনিধি দলে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এ মাহমুদ, যুগ্ম-সচিব আমিনুল ইসলাম খান, হেকেপ-এর প্রকল্প পরিচালক ড. গৌরাঙ্গ চন্দ্র মহান্ত প্রমুখ।রাশেদ রিন্টু/এমএএস/আরআই
Advertisement