ভোলার ভেলুমিয়ায় স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রী শিশু সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেন। মা বেঁচে গেলেও মারা গেছে ৮ মাসের শিশুটি। উদ্ধার হওয়া ওই গৃহবধূর জ্ঞান মঙ্গলবার ফেরার পর তার পরিচয় পেয়েছে পুলিশ। সোমবার রাতে তেঁতুলিয়া নদীর পাঙ্গাশিয়া খাল থেকে নিহত শিশুর মরদেহসহ অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। ওই নারীর নাম জান্নাত বেগম (২০)। তার স্বামী রিকশা চালক আমজাদ হোসেন। তাদের বাড়ি ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের শেরেবাংলা নগরে। স্বামীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি আট মাসের শিশু সন্তান নিয়ে বাড়ি থেকে বের হয়ে এসে তেঁতুলিয়া নদীতে ঝাঁপ দেন। কিন্তু জান্নাত পুলিশকে জানান, নদীর পাড়ে দাঁড়াতেই হঠাৎ পাড় ভেঙে শিশু সন্তান নিয়ে পড়ে যান তিনি। পরে ভাসতে ভাসতে খালের মধ্যে চলে আসেন। ততক্ষণে শিশুটি মারা যায়। জান্নাত বেগমকে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে ভোলা হাসপাতালে ভর্তি করেন। তার জ্ঞান ফেরার পর পরিচয় জানা যায় বলে জানান ভোলা থানার ওসি মোবাশ্বের আলী। অমিতাভ অপু/এমজেড/আরআইপি
Advertisement