আইপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারতের সুপ্রিম কোর্ট। আর এর ফলে দুই দলের তারকারা দলশূন্য হয়ে পড়েছেন। চেন্নাই সুপার কিংসে খেলতেন ধোনি, রায়না, জাদেজা, অশ্বিনদের মত তারকারা। তেমনি রাজস্থান রয়্যালসে খেলতেন রাহানে, বিনির মত উঠতি তারকারা।ভারতীয় তারকা ছাড়াও অনেক বিদেশি তারকারাও দলশূন্য হয়ে পড়েছেন। ব্রান্ডেন ম্যাককালাম, ডুয়াইন ব্রাভো, ফাফ ডু প্লেসিস, শেন ওয়াটসনের মত তারকারাও এখন দলহীন। ধোনি, রায়না এবং অশ্বিন আইপিএলের সূচনালগ্ন থেকেই চেন্নাইয়ের হয়ে খেলে আসছেন। অপরদিকে অস্ট্রেলীয়ান তারকা শেন ওয়াটসনও শুরু থেকে রাজস্থানের হয়ে খেলে আসছেন। তাই অনিচ্ছা সত্ত্বেও আগামী মৌসুমে নতুন দলের জার্সি গায়ে দেখা যেতে পারে তাদের।তবে এই সব তারকা ক্রিকেটারের দল হারানোয় সুবিধা হয়েছে আইপিএলের অন্যান্য দল গুলির। আগামী মৌসুমের নিলামে বেশ কিছু দামি তারকাদের দলে ভেড়াতে পারবেন তারা।স্পট ফিক্সিংয়ের এই অপরাধে চেন্নাই সুপার কিংসের আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন এবং রাজস্থান রয়েলসের কর্ণধার বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্ড্রাকে আজীবন নিষিদ্ধ করা হয়।আরটি/এমআর/আরআইপি
Advertisement