ধর্ম

লাইলাতুল ক্বদরের রাতে করণীয়

লাইলাতুল ক্বদর মুসলিম উম্মার জন্য এক বিশেষ নিয়ামত। যার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই রাত্রির মর্যাদা ও কল্যাণের ব্যাপারে কুরআন ও হাদিসে ব্যাপক আলোচনা হয়েছে। কিন্তু আমরা কিভাবে অতিবাহিত করব আজকের রজনী। আসুন জেনে নিই আজ কি কি কার্যক্রমের মাধ্যমে আমরা ইবাদত বন্দেগিতে লাইলাতুল ক্বদরের রাতটি কাটাব :১. সুন্দরভাবে পবিত্রতা অর্জন (অযু) করা:২. পরিচ্ছন্ন পোশাক পড়া;৩. মসজিদে প্রবেশ করেই ই’তিকাফের নিয়ত করা; (হে আল্লাহ আমি যতক্ষণ মসজিদে অবস্থান করি ততক্ষণ আমাকে ই’তিকাফের মতই আমার সময় ইবাদত বন্দেগিতে কাটানোর নিয়্যত করছি; আমাকে ই’তিকাফের ছাওয়াব দান করুন;৪. দুই রাকাআত তাহিয়্যাতুল অজু নামাজ আদায় করা;৫. দুই রাকাআত দুখুলুল মসজিদ-এর নামাজ আদায় করা;৬. ইশার জামাআতের পূর্বেই পারলে সুন্নত নামাজ আদায় করা;৭. ইশার জামাআতে শরিক হওয়া;৮. তারাবিহ নামাজ আদায় করা; আজ প্রত্যেক খতমি মসজিদে তারাবিহ নামাজের মাধ্যমে কুরআন খতম হবে; তৎপরবর্তী দোয়ায় অংশ গ্রহণ করা;৯. ইমামের সঙ্গে বিতরের নামাজ পড়ার পর দোয়ায় অংশ গ্রহণ করা;১০. তারপর একাকি কিছু নফল নামাজ দুই দুই রাকাআতে পড়া;১১. ক্বাযা হিসেবে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা ও বিতরের তিন রাকাআত নামাজ ধীরস্থীরভাবে আদায় করা;১২. প্রত্যেক নামাজের পর আল্লাহর দরবারে রোনাজারি করা; ১৩. ওয়াক্তিয়া নামাজ ক্বাযা পড়ার পর কিছু সময় মাছনুন দোয়া ও তাসবিহ তাহলিল পড়া;১৪. তাহাজ্জুদ নামাজ পড়া কম পক্ষে ৪ রাকাআত হতে ২০ রাকাআত পর্যন্ত (যত রাকাআত সম্ভব);১৫. রাতেই সম্ভব হলে কিছু সাদকাহ করা;১৬. ই’তিকাফকারীকে আপ্যায়ন করা; খেদমত করা; (সম্ভব হলে)১৭. পিতামাতা থাকলে তাদের কাছে জানা-অজানা ইচ্ছা-অনিচ্ছকৃত অন্যায়ের জন্য ক্ষমা চাওয়া;১৮. সব মুসলিম মিল্লাতের জন্য দোয়া করা; ১৯. সব মুসলিম মৃতব্যক্তির জন্য দোয়া করা;২০. আল্লাহর কাছে রোনাজারির মাধ্যমে নিজের গুনাহ মাপ ও কল্যাণে বিশেষ দোয়া মুনাজাত করা;২১. সাহরি খাওয়া;২২. ফজর নামাজের জামাআতের জন্য অপেক্ষা করত: ইমামের সঙ্গে জামাআতবন্দী হয়ে ফজর নামাজ আদায় করা;২৩. এই দোয়াটি বিশেষ গুরুত্বের সঙ্গে কাতর কন্ঠে বার বার পড়ব আর চোখের পানি ফেলব “আল্লাহুম্মা ইন্নাকা আফুওউন কারীমুন তুহিববুল আফওয়া, ফা’ফু আন্নি”। আল্লাহ আমাদের উপরোক্ত কার্যগুলি সুন্দরভাবে সম্পাদনের তাওফিক দান করুন। আমিন।জাগো নিউজ ২৪ ডটকমের সঙ্গে থাকুন। রমজান সম্পর্কিত সুন্দর সুন্দর ইসলামী আলোচনা পড়ুন। কুরআন-হাদীস মোতাবেক আমলী জিন্দেগী যাপন করে রমজানের রহমত, বরকত ও মাগফেরাত অর্জন করুন। আমীন, ছুম্মা আমীন।# আজ পবিত্র লাইলাতুল ক্বদর# আজকের ইবাদত নামাজএমএমএস/এআরএস/এমআরআই

Advertisement