নতুন বছরের শুরুতেই সৌদি আরবে আরও এক ধাপ বাড়লো জ্বালানি তেলের দাম। রাজস্ব সংকটের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। আর্থিক প্রতিষ্ঠান ব্লুমবার্গের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি খাতে ভর্তুকি হ্রাস ও অর্থনীতি শক্তিশালী করতে এ উদ্যোগ নিয়েছে সরকার। অভ্যন্তরীণ বাজারে পেট্রল ও জেট ফুয়েলের দাম বাড়াবে সৌদি আরব। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সৌদি আরবে পেট্রলের দাম প্রায় ৮০ শতাংশ বাড়ানো হবে। পাশাপাশি জেট ফুয়েলের দাম বাড়িয়ে আন্তর্জাতিক দামের সম-পরিমাণ করা হবে। অন্যান্য ধরনের জ্বালানি ও বিদ্যুতের শুল্কও ধাপে ধাপে বাড়ানো হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার কারণে কয়েক বছর ধরেই রাজস্ব সংকটসহ অর্থনৈতিক মন্দা চলছে সৌদি আরবে। তাই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে সরকারের কোনো ভাষ্য পাওয়া যায়নি।
সৌদি আরবের রাজস্ব আয়ের ৯০ শতাংশই আসে জ্বালানি তেল রফতানি থেকে। দাম ক্রমান্বয়ে ৫০ ডলারেরও নিচে নেমে যাওয়ায় দেশটির রাজস্ব আয়ে ধস নামে।
Advertisement
এমআরএম/এএইচ