আন্তর্জাতিক

বোকো হারাম প্রধান নিহত

নাইজেরিয়ার বিদ্রোহী সংগঠন বোকো হারামের প্রধান আবু বকর শেকু নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এই প্রথম এ ধরনের দাবি করা হলো।সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস ওলুকোলাদে রাজধানী আবুজায় সাংবাদিকদের বলেছেন, বুধবার দেশটির বর্নো রাজ্যের কন্ডুগা নামক শহরে সেনা অভিযানে লম্বা দাঁড়িওয়ালা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ বাশির। সেনাবাহিনীর দাবি, নিহত বাশিরই আসলে আবু বকর শেকু।কারণ বোকো হারাম প্রকাশিত বিভিন্ন ভিডিও চিত্রে যে আবু বকর শেকুকে দেখা যেত তার সঙ্গে নিহতের মিল রয়েছে। নাইজেরিয়ান সেনাবাহিনী আরও দাবি করছে, আবু বকর শেকু বিভিন্ন উপনাম ব্যবহার করত। আর এই বাশিরও তার একটি ছদ্মনাম।প্রসঙ্গত, এর আগে ২০০৯ ও ২০১৩ সালে নাইজেরিয়ার নিরপত্তা বাহিনী আবু বকর শেকুর নিহতের দাবি করেছিল। কিন্তু এবারই প্রথম দেশটির সেনাবাহিনী শেকুর নিহতের বিষয়টি দাবি করল।এদিকে, অন্তত দুই শতাধিক বোকো হারাম যোদ্ধা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেন ওলুকোলাদে। সংবাদ সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার বর্নো রাজ্যের বিও এলাকায় ১৩৫ বোকো হারাম যোদ্ধা তাদের অস্ত্রশস্ত্রসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এছাড়া নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ১৩৩ বোকো হারাম যোদ্ধা আত্মসমর্পণ করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওলুকোলাদে। সূত্র : বিবিসি/টাইমস অব ইন্ডিয়া।

Advertisement