ক্যাম্পাস

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে শিক্ষকসহ আহত ১১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষে তিন শিক্ষকসহ ১১ শিক্ষার্থী আহত হয়েছেন।

Advertisement

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং ফাইন্যান্স বিভাগের আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা শেষে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-উপদেষ্টা এবং ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, একই বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল্যাহ আল মারুফ, প্রভাষক জিহাদ আহমেদ, শিক্ষার্থী আলমগীর, শান্ত, কিবরিয়া, তারেক ও আশিকুর রহমান, ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের মেহেদি হাসান, মারুফ ও রিফাত। পরে তাদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং ফাইন্যান্স বিভাগের আন্তঃবিভাগ টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা চলছিল। খেলায় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ জিতে যাওয়ায় বিভাগের শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করছিল। এ সময় দুই দলের খেলোয়াড়রা একে অপরকে তিরস্কারমূলক কথাবার্তা বলে। পরে শিক্ষকরা মাঠ থেকে বের হয়ে আসলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ও ফাইন্যান্স বিভাগের এরশাদুর রহমান রিফাতসহ কয়েকজন ভূগোল বিভাগের শিক্ষার্থীদের মারধর শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। তাদের আটকাতে গেলে ওই তিন শিক্ষকও আঘাত পান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।

Advertisement

আহত শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, খেলা নিয়ে এ ধরনের ঘটনা একেবারেই অনাকাঙ্ক্ষিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে এ ধরনের কিছু আশা করা যায় না।

ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক এম মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, আমাদের তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। আমারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় আমরা আইনি ব্যবস্থায় যাব।

ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক আশিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমাদের তিন শিক্ষার্থীকে বেধড়ক মারধর করা হয়েছে। ওরা হাসপাতালে আছে। আমরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, বিষয়টি শুনেছি। পরে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব।

Advertisement

রাশেদ রিন্টু/এএম/আইআই