খেলাধুলা

মেসি-রোনালদোর পর আসবে দিবালা-নেইমারের যুগ

বিশ্ব ফুটবলে এই সময়ের সেরা দুই তারকা কে? সবাই একবাক্যে বলবেন লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। গত এক যুগ ধরে তারাই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন। তবে রাজত্ব তো চিরস্থায়ী নয়। পুরনোরা যাবেন, নতুনরা আসবে-এটাই নিয়ম।

Advertisement

মেসি আর রোনালদো যখন বুড়িয়ে যাবেন, তখন তাদের জায়গা দখল করে নেবেন হয়তো অন্য দুইজন। কোন দু'জন হতে পারেন? জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির মতে, সেই দুজন হবেন-নেইমার আর পাওলো দিবালা।

২৪ বছর বয়সী দিবালাও আর্জেন্টিনার ফুটবলার। গত মৌসুমে সিরিআ'তে ১৯ ম্যাচে ১৪ গোল করেন তিনি। শনিবার ভেরোনার বিপক্ষে করেন জোড়া গোল। তার দুর্দান্ত নৈপুন্যেই ২০০১ সালের প্রথমবারের মতো ভেরোনাকে হারায় জুভেন্টাস।

এই দিবালাই আগামীতে বিশ্ব ফুটবলের বড় তারকা হবেন, ভবিষ্যতবাণী অ্যালেগ্রির। তবে মেসি-রোনালদোর মতো খেলোয়াড়ের সঙ্গে তুলনা নিয়ে তিনি যত কম ভাববেন, ততই ভালো করবেন; মনে করছেন এই কোচ। তিনি বলেন, 'আমি শুধু তাকে পরামর্শ দেব, ফুটবল আর নিজেকে নিয়ে ভাবতে। লিও মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তুলনা নিয়ে না ভাবতে।'

Advertisement

এভাবে খেলতে পারলে আগামী তিন বছর পর নেইমারের সঙ্গে দিবালাই বিশ্ব ফুটবলের বড় তারকা হবেন, মত অ্যালেগ্রির, 'আগামী তিন বছরে নেইমারের সঙ্গে সে-ই বিশ্ব ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। এখন মেসি, রোনালদো আছে। কাজটা কঠিন। তবে তার কাজ হবে নিজেকে শারীরিক, কৌশলগত এবং মানসিক দিক দিয়ে উন্নত করা।'

এমএমআর/জেআইএম