দেশজুড়ে

নতুন টাকার নোট আসেনি বি.বাড়িয়া সোনালী ব্যাংকে

পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ২২ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়লেও সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখায় কোনো নতুন টাকার নোট আসেনি। এর ফলে গ্রাহকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।জানা যায়, এ বছর গ্রাহকদের জন্য সোনালী ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া শাখার পক্ষ থেকে দেড়শো কোটি টাকার নতুন নোট চাওয়া হয়েছিল। কিন্তু সিলেট অঞ্চল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ৫, ১০ ও ৫০ টাকার কোনো নতুন নোট দেওয়া হয়নি। শুধুমাত্র ১, ২ ও ৫ টাকার ২০ লাখ ধাতব মুদ্রা দেওয়া হয়েছে। এছাড়া ৮৯ কোটি ৮০ লাখ টাকার ৫০০ ও ১০০০ টাকার পুনঃপ্রচলন নোট দেওয়া হয়েছে। তবে চাহিদা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার ব্যাংকগুলো তাদের গ্রহকদের নতুন টাকার নোট দিতে না পারায় গ্রাহকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।মঙ্গলবার সোনালী ব্যাংকে নতুন টাকার নোট নিতে আসা কয়েকজন গ্রাহকের সাথে কথা হলে তারা জাগো নিউজকে জানান, প্রতি বছর ঈদে ছোট ছেলে-মেয়েদের নতুন টাকা দিতে হয়। কিন্তু এ বছর ব্যাংক থেকে আমরা কোনো নতুন টাকার নোট পাইনি। এর ফলে হতাশ হয়েই বাড়ি ফিরতে হচ্ছে।এ ব্যাপারে সোনালী ব্যাংক লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া প্রধান শাখার যুগ্ম জিম্মাদার ও প্রিন্সিপাল অফিসার আবদুল ওয়াদুদ জাগো নিউজকে জানান, প্রতি দিন গ্রাহকরা নতুন টাকার জন্য ব্যাংকে এসে ভিড় জমাচ্ছেন কিন্তু আমরা চাহিদা অনুযায়ী তাদের নতুন টাকা দিতে পারছি না।আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর

Advertisement