হাঁটুর চোটে এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। দলের ম্যানেজার হোসে মরিনহো তার ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
শনিবার সাউদাম্পটনের বিপক্ষে গোলশূণ্য ড্র হওয়া ম্যাচে ম্যানচেস্টার ইউনাটেডের হয়ে খেলতে পারেননি ইব্রাহিমোভিচ। দলের গুরুত্বপূর্ণ তারকাকে ছাড়া টানা তৃতীয় ম্যাচে ড্র করেছে মরিনহোর দল।
গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নতুন চুক্তি করেন ইব্রাহিমোভিচ। গত নভেম্বরেই লিগামেন্টের চোট কাটিয়ে ফিরেন এই স্ট্রাইকার। এবার নতুন করে পড়লেন চোটে।
শনিবার সাউদাম্পটনের বিপক্ষে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের আরেক তারকা রোমেলু লুকাকোও। ম্যাচের শেষে ইব্রাহিমোভিচের এক মাস সময়ের জন্য ছিটকে যাওয়ার খবরটা দিয়েছেন মরিনহো।
Advertisement
ম্যান ইউ কোচ বলেন, 'আমরা ইব্রাহিমোভিচকে এক মাসের জন্য হারালাম। তার দ্রুত সেরে উঠার চাইতে অনেক মাসের জন্য ছিটকে না পড়া বেশি গুরুত্বপূর্ণ। কারণ তাকে সামনে খেলতে হবে।'
এমএমআর/জেআইএম