খেলাধুলা

ইংল্যান্ডের ওয়ানডে দল থেকেও বাদ স্টোকস

ব্রিস্টলে নাইটক্লাবের সামনে মারামারির ঘটনার দায় এখনও কাঁধে বয়ে বেড়াচ্ছেন বেন স্টোকস। অ্যাশেজ সিরিজে জায়গা হয়নি, এবার ইংল্যান্ডের ওয়ানডে দল থেকেও বাদ পড়লেন এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে তার বদলে সম্ভবত ডাক পাচ্ছেন ব্যাটসম্যান ডেভিড মালান।

Advertisement

নাইট ক্লাব কান্ডের পর এখনও পুলিশি ঝামেলা থেকে রেহাই মেলেনি স্টোকসের। মামলা চলছে। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে গুরুত্বপূর্ণ এই অলরাউন্ডারকে নিয়েই ওয়ানডে দল ঘোষণা করেছিল ইংল্যান্ড। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, স্টোকসের খেলার ব্যাপারটি নির্ভর করবে পুলিশি ঝামেলা সুরাহার উপর। সুরাহা না হওয়াতেই বাদ পড়লেন তিনি।

স্টোকসের সঙ্গে ওই নাইটক্লাবের ঘটনায় জড়িত ছিলেন ইংল্যান্ডের ওপেনিং ব্যাটসম্যান অ্যালেক্স হেলসও। তার বিরুদ্ধে পুলিশি অভিযোগ না থাকলেও গত গ্রীষ্মের শেষভাগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ দুই ওয়ানডে খেলানো হয়নি হেলসকে। জায়গা পাননি চলতি অ্যাশেজ সিরিজেও।

ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে আগামী ১৪ জানুয়ারি থেকে, মেলবোর্নে সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে।

Advertisement

এমএমআর/আইআই