হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৯৫ গ্রাম স্বর্ণসহ একজনকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার রাতে তাকে আটক করা হয় বলে জানান কাস্টমসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) রুহুল আমিন। আটকের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান রুহুল আমিন।তিনি বলেন, রাত সোয়া ৯টার দিকে মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন এক যাত্রী। পরবর্তীতে রাত ১১টার দিকে একটি লাগেজ নিয়ে তিনি ইমিগ্রেশন হয়ে গ্রিন চ্যানেলে আসেন। এ সময় ওই যাত্রীর গতিবিধি সন্দেহ হলে তার লাগেজ তল্লাশি করে কাস্টমস কর্তৃপক্ষ। তখন তার লাগেজ থেকে ১০০ গ্রামের ৫টি স্বর্ণের বার ও ৯৫ গ্রামের একটি স্বর্ণের চেইন জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ২৬ লাখ টাকা।
Advertisement