খেলাধুলা

‘বড় শাস্তিই পাচ্ছেন সাব্বির’

প্রথমে শোনা গিয়েছিল এনসিএলের শেষ রাউন্ডের ম্যাচে এক দর্শককে মারধর করেছেন সাব্বির। পরে আরও জানা যায় শুধু দর্শকের সঙ্গেই না, ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন জাতীয় দলের এই তারকা। আর এই দুই অপরাধে এবার বড় শাস্তিই পেতে যাচ্ছেন তারকা এই ক্রিকেটার। এমনটাই জানিয়েছেন বিসিবির শৃঙ্খলা কমিটির ভাইস চেয়ারম্যান শেখ সোহেল।

Advertisement

শেখ সোহেল বলেন, ‘সাব্বিরের বিষয়টি নিয়ে আমরা আগামীকাল বসব। আমি প্রতিবেদনটা দেখব। সেখানে যদি মনে হয় তাকে ডাকা দরকার, ডাকব। যদি মনে করি ডাকার দরকার নেই, তাহলে তো হলোই।’

তিনি আরও বলেন, ‘মূলত সাব্বিরের অপরাধ দুটি। প্রথমত সে এক কিশোর দর্শককে মারধর করেছে। দ্বিতীয়ত ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে বাজে ব্যবহার করেছে। খুবই অবাকই হয়েছি, একজন তারকা খেলোয়াড় হয়ে একটা বাচ্চা ছেলের সঙ্গে সে বাজে আচরণ করেছে!’

এদিকে ম্যাচ রেফারির দেওয়া প্রতিবেদন অনুযায়ী সাব্বির রহমান আচরণবিধির ‘লেভেল-৪’ ভেঙেছেন। যেটির শাস্তি হিসেবে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা ও ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ম্যাচে নিষিদ্ধ হতে পারেন। তবে গুঞ্জন আছে, শাস্তি হিসেবে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে পারেন সাব্বির। কিংবা অন্তত ছয় মাস নিষিদ্ধ হতে পারেন ঘরোয়া ক্রিকেট থেকে।

Advertisement

এদিকে সামনে ত্রিদেশীয় ও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ। টেস্টে না হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরমেটে সাব্বির দেশের অপরিহার্য খেলোয়াড়। এ সব বিবেচনা করেও হয়তো তার শাস্তিটা বড় অংকের জরিমানা ও ঘরোয়া ক্রিকেটে কিছু ম্যাচে নিষিদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।

তবে শাস্তির বিষয়ে শেখ সোহেল বলেন, ‘শাস্তি নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলার সময় হয়নি। কাল চিঠিটা দেখি। কী শাস্তি হবে এখনই বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারি, বড় শাস্তিই হবে তার।’

এমআর/এমএস

Advertisement