ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি ট্রাক ও ৩৭ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে অভিযান চালিয়ে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।আটকরা হলেন, মো. রিয়াজ (৩২), মো. মমিনুল ইসলাম পলাশ (৩০) ও মো. হারুন-অর-রশীদ (৩৫)।র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড অফিসার আবু সাঈদের নেতৃত্বে র্যাবের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের গোলচত্বর এলাকায় অভিযান চালায়। এসময় (ঢাকা মেট্রো-ট-১১-৯৪৭৪) নাম্বারের ট্রাকে অভিযান চালিয়ে ট্রাকের চালক মো. মমিনুল ইসলাম পলাশ, হেলপার মো. হারুন-অর-রশিদ ও ট্রাকের কেবিনের সীটে বসা মো. রিয়াজ নামের তিনজনকে আটক করে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে দুটি চটের বস্তার ভেতরে লুকিয়ে রাখা ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস
Advertisement