সাদা মানেই অভিজাত। অন্তত একটা সাদা পোশাক নেই এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। অফিস হোক বা কোনো অনুষ্ঠান, সাদা পোশাক সব জায়গাতেই বেশ মানানসই। কিন্তু এই সাধের সাদা পোশাকে একটা দাগ লাগলেই সমস্ত শেষ। অধিকাংশ ক্ষেত্রেই হাজার চেষ্টা করেও সেই দাগ তুলে ফেলা যায় না। দাগের ভয়ে তো আর সাদা পোশাক পরা বাদ দেয়া যায় না। বরং জেনে নেয়া যাক কিভাবে সাদা পোশাকের দাগ তুলে ফেলবেন-
Advertisement
আরও পড়ুন: মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায়
সমপরিমাণ ভিনিগার ও লেবুর রস একত্রে মেশান। এবার সেই মিশ্রণ দিয়ে ধুয়ে ফেলুন সাদা জামায় লেগে থাকা দাগ। ভালো করে ধুলে অনায়াসে দাগ উঠে যাবে।
এক বালতি পানিতে ৬টা অ্যাসপিরিন ট্যাবলেট গুড়ো করে গোলান। সেই মিশ্রণে পোশাকটি আধঘণ্টার জন্য ডুবিয়ে রাখুন। তারপরে সাধারণ ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন।
Advertisement
আরও পড়ুন: বিয়ের জন্য তৈরি হতে যা খাবেন
এককাপ বেকিং সোডার সঙ্গে ৪ লিটার পানি মেশান। ভালোভাবে বেকিং সোডার সঙ্গে পানি মিশে গেলে তখন ওই মিশ্রণে পোশাকটি ভিজিয়ে রাখুন। বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ধুয়ে ফেলুন।
এইচএন/জেআইএম
Advertisement