খেলাধুলা

দক্ষিণ আফ্রিকায় কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি কোহলি!

ভারত নিজেদের মাটিতে বাঘ। বিদেশের মাটিতে যতই চ্যালেঞ্জ নিয়ে যাক, চ্যালেঞ্জটা ঠিক জয় করা হয়ে ওঠে না তাদের। ২০১৭ সাল জুড়ে ঘরের মাঠেই প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়েছে তারা। তবে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্সের পর বিদেশের মাটিতে টেস্ট জয়ের চ্যালেঞ্জ এখন বিরাট কোহালির টিম ইন্ডিয়ার সামনে। ধারণা করা হচ্ছে, এবারই প্রথম দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছেন বিরাট কোহলি। ৫ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত।

Advertisement

ভারতের কিংবদন্তি স্পিনার এবং স্পষ্টভাষী হিসেবে পরিচিত বিসেন সিং বেদিও জানিয়ে দিচ্ছেন, ‘এই দক্ষিণ আফ্রিকা সফরই হবে কোহলিদের জন্য আসল চ্যালেঞ্জ।’অলিম্পিকে রুপা জয়ী পিভি সিন্ধুর সঙ্গে কোহালির সাফল্যের তুলনা করে বেদী বলেন, ‘বছরের পর বছর বহু সাফল্য পেয়েছে সিন্ধু; কিন্তু সেই সাফল্য পেতে কোহলিকে লড়াই করতে হবে।’

সাবেক ভারত অধিনায়ক একই সঙ্গে আরও বলেন, ‘বিশ্বের সেরা তারকাদের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছেন সিন্ধু; কিন্তু এবার দক্ষিণ আফ্রিকায় বিশ্বসেরাদের বিরুদ্ধে লড়বে কোহলি অ্যান্ড কোং। সুতরাং, দক্ষিণ আফ্রিকা সফরই কোহলির বড় পরীক্ষা হতে চলেছে।’

গত ২৫ বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে একটিও টেস্ট জিততে পারেনি ভারত। দীর্ঘদিন ধরেই দক্ষিণ আফ্রিকার বাউন্সি পিচ সমস্যায় ফেলেছে ভারতীয় ব্যাটসম্যানদের। সব মিলিয়ে প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটি থেকে মাত্র দু’টি টেস্ট জিততে পেরেছে ভারত। এই সফরে দেখার বিষয়, স্বাগতিক দক্ষিণ আফ্রিকানদের পেসের চ্যালেঞ্জ সামলে নতুন ইতিহাস তৈরি করতে পারে কি না বিরাট কোহলি অ্যান্ড কোং!

Advertisement

আইএইচএস/আরআইপি