দেশজুড়ে

শেরপুর সদর উপজেলায় ভোটগ্রহণ চলছে

শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত। শেরপুর সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৯৬২ জন ও নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৭৯৩ জন।চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সানোয়ার হোসেন ছানু (দোয়াত-কলম) প্রতীক, জাতীয় পার্টি (এরশাদ) সমর্থিত জেলা জাতীয় পার্টির সভাপতি চরপক্ষীমারি ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন, (কাপ-পিরিচ) প্রতীক, ২০ দলীয় জোটের প্রার্থী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (মোটরসাইকেল), বিদ্রোহী প্রার্থী ও জেলা বিএনপি থেকে অব্যাহতিপ্রাপ্ত নির্বাহী সদস্য জহুরুল ইসলাম আবু (ঘোড়া) প্রতীক,  জেলা আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিনাল (আনারস),  প্রতীকে ভোট করছেন।তবে বিএনপি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু ও মিনাল নির্বাচন থেকে সরে গেছেন।এ ছাড়া এখানে ভাইস চেয়ারম্যান পদে (তালা) প্রতীক নিয়ে নির্বাচন করছেন আওয়ামী লীগ সমর্থিত শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি বায়েজিদ হাসান,  বিএনপির সমর্থিত শফিকুল ইসলাম (চশমা), জাতীয় পার্টির (মঞ্জু) সমর্থিত এম এ রশিদ বিএসসি (টিয়াপাখি) ও বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু (উড়োজাহাজ) প্রতীক নিয়ে ভোট করছেন। অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম (হাঁস) প্রতীক, বিএনপির সমর্থিত আয়েশা আক্তার (কলস) প্রতীক, বিএনপির বিদ্রোহী প্রার্থী সুলতানা রাজিয়া (ফুটবল) প্রতীকে ভোট করছেন।জেলা নির্বাচন অফিসার মো. মোখলেছুর রহমান জানান, সকাল ৮টা থেকে ১৪০ ভোটকেন্দ্রের ৯৫২টি বুথে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়াও ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন ব্যাটালিয়ন আনছার, ৩২ জন র‌্যাব সদস্যের একটি দল, ২ প্লাটুন সেনা সদস্য নিয়োজতি রয়েছে। সেইসঙ্গে পুলিশের ৩৮টি মোবাইল ফোর্স, ৯টি স্টাইকিং ফোর্স, ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষিণ দায়িত্ব পালন করছে।

Advertisement