অ্যালঝেইমার রোগ হলে মানুষ স্মৃতিশক্তি হারাতে থাকে। একসময় নিজের যাপিত জীবনের কিছুই আর মনে থাকে না তার। বিশ্বে অ্যালঝেইমার্স রোগটি বিরল নয় মোটেও। অনেকেই এমনকি অনেক কম বয়সেও আক্রান্ত হন এই রোগে। মুশকিল হলো এই নিদারুণ রোগটির তেমন কোনো চিকিৎসা নেই। কিন্তু চিকিৎসারও আগে রোগ ধরা পড়ার বিষয়টি তো জরুরী। কি করে বোঝা যাবে, কারো অ্যালঝেইমার্স রোগ হয়েছে? সুখবর আছে। হওয়ার অন্তত ১০ বছর আগেই ধরা পড়বে এই রোগ। একটি টেস্টেও প্রমাণিত হবে সম্ভাবনা। এই টেস্ট আবিষ্কার করলেন এক ভারতীয় বংশোদ্ভূত কিশোর। একটি অ্যান্টিবডি আবিষ্কার করলেন লন্ডনের বাসিন্দা ১৫ বছরের ভারতীয় কিশোর ক্রতিন নিথিয়ানন্দম। ট্রোজান হর্স নামে অ্যান্টিবডি আবিষ্কার করেছে ক্রতিন। এই অ্যান্টিবডি দিয়ে ব্রেন স্ক্যান করা সম্ভব। এই গবেষণাপত্র গুগল ফেয়ার প্রাইজে দিয়েছে ওই কিশোর। ফাইনালে পৌঁছে গিয়েছে তার আবিষ্কার। উপসর্গ দেখা দেওয়ার আগেই ধরা পড়তে পারে অ্যালঝাইমার। এমনকী এই অ্যান্টিবডির সাহায্যে এই রোগ প্রতিরোধ করাও সম্ভব বলে দাবি ওই কিশোরের। ক্রতিনের দাবি সত্যি হলে অ্যালঝেইমার্স রোগের চিকিৎসায় দারুণ একটি অগ্রগতি হবে, সন্দেহ নেই।এসআরজে
Advertisement