দেশজুড়ে

খুলনায় এগিয়ে জেএসসির মেয়েরা

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার প্রকাশিত ফলাফলে খুলনায় ছেলেদের তুলনায় মেয়েরা ভালো করেছে। শনিবার ফলাফলের পর শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের উল্লাসে উৎসবের আমেজ তৈরি হয়। মেয়েদের ভালো ফলাফলে অভিভাবক ও শিক্ষকদের মাঝে আনন্দের বন্যা বইতে দেখা গেছে।

Advertisement

প্রাথমিক শিক্ষা সমাপনীতে খুলনায় ২ হাজার ৬২৫ ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮৮ জন। পাসের হারেও ছেলেদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা। এ বছর খুলনায় জেএসসিতে পাসের হার ৮৬ দশমিক ০১ শতাংশ। অন্যদিকে প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৬ দশমিক ১১ শতাংশ।

যশোর শিক্ষাবোর্ড থেকে জানা গেছে, খুলনার ৪২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর জেএসসি পরীক্ষায় ৩০ হাজার ১৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৪ হাজার ৭৭৭ জন ছেলে এবং ১৫ হাজার ৪২১ জন মেয়ে। এদের মধ্যে পাস করেছে ২৫ হাজার ৯৭৪ জন। পাস করাদের মধ্যে ১৩ হাজার ৪৪৮ জন মেয়ে এবং ১২ হাজার ৫২৬ জন ছেলে।

খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানা গেছে, চলতি বছর খুলনার ১ হাজার ৮৩০টি প্রাথমিক ও সমমানের বিদ্যালয় থেকে ৩৬ হাজার ৭৯০ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩৪ হাজার ৫৯০ জন। তবে এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম ছিল। ফলাফলেও পিছিয়ে গেছে খুলনা জেলা।

Advertisement

গত বছর অর্থাৎ ২০১৬ সালে খুলনায় ৩৮ হাজার ৩৯ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নেয়। এর মধ্যে পাস করেছিল ৩৭ হাজার ৬০০ জন। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ১৪৮ জন। ২০১৫ সালে খুলনায় ৩৮ হাজার ৪৮২ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনীতে অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছিল ৩৮ হাজার ১৭৫ জন। জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৫৮২ জন।

সূত্রটি জানায়, বিগত বছরগুলোর তুলনায় এ বছর জিপিএ-৫ প্রাপ্তির হার বেড়েছে। কিন্তু সেই তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা এবার কমে গেছে।

মেয়েদের ভালো ফলাফল প্রসঙ্গে অভিভাবকরা বলেন, পরিবারে ছেলের পাশাপাশি মেয়ের গুরুত্ব বাড়ছে। এ কারণে মেয়েদের মধ্যে একটা মনস্তাত্তিক পরিবর্তন এসেছে। এ পরিবর্তনের প্রভাবে তারা ভালো ফলাফল করছে।

আলমগীর হান্নান/এফএ/আইআই

Advertisement