দেশজুড়ে

রাজন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

শিশু শেখ সামিউল আলম রাজনকে (১৩) নিমর্মভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের আলফাত স্কয়ার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জবাসীর ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেয়।মানববন্ধনে বক্তারা বলেন, যেভাবে প্রকাশ্যে কিশোর সামিউলকে নির্দয় ও নিষ্ঠুরভাবে পেটানো হয়েছে অবশেষে হত্যা করা হয়েছে। যেটি কোনো সভ্য সমাজে ঘটতে পারে না। এ বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় দেশের মানুষ হতবাক। এ ঘটনায় শিশুদের মনে একটা ভয় ও আতঙ্ক কাজ করছে। শিশুদের জন্য নিরাপদ বাসযোগ্য পরিবেশ ও সমাজ তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি। তাই সামিউল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।সুনামগঞ্জের নাট্য সংগঠন প্রসেনিয়ামের দলনেতা হৃদয় খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি ও স্থানীয় দৈনিক পত্রিকা ‘সুনামগঞ্জের খবর’র সম্পাদক পঙ্কজ কান্তি দে, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব প্রমুখ।ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

Advertisement