যশোরে আদালত চত্বর থেকে মুক্তিপণের দাবিতে আক্তার হোসেন (৩৫) নামে এক যুবককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। আক্তার হোসেন চৌগাছা উপজেলার দিঘলসিংহা গ্রামের মনছুর আলীর ছেলে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে অপহরণ করা হয়।অপহৃত আক্তারের বাবা মনছুর আলী অভিযোগ করে জানান, আক্তার হোসেন একটি মামলায় হাজিরা দিতে সোমবার যশোর আদালতে আসে। আদালত চত্বরে আগে থেকে অবস্থান নেওয়া কয়েক যুবক সকাল ১১টার দিকে আক্তারকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। বেলা দুইটার দিকে একটি মোবাইল ফোন থেকে অপহরণকারীরা রুবিনার ফোনে কল করে জানায়, আক্তার এখন আমাদের কব্জায়। তাকে ফেরত পেতে হলে এখনই দুই হাজার টাকা বিকাশ করে দিতে হবে।স্ত্রী রুবিনা এই ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ওই নম্বরে দুই হাজার টাকা বিকাশ করে দেন। পরে অপহরণকারীরা আরেকটি মোবাইল থেকে কল করে আরো এক লাখ টাকা বিকাশ করার জন্য বলে। তারা হুমকি দেয়, ঘটনা পুলিশকে জানালে আক্তারকে খুন করে ফেলা হবে।এ ব্যাপারে কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাছ আলী বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। কিন্তু লোকমুখে বিষয়টি শুনে বিস্তারিত খবর নেয়ার জন্য পুলিশ পাঠিয়েছি বলেও জানান তিনি।মিলন রহমান/এআরএ/আরআই
Advertisement