বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মাদ্রাসা শিক্ষার মান উন্নত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।সোমবার রাজধানীর ব্যানবেইস’র সম্মেলন কক্ষে মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে মাদ্রাসা শিক্ষায় আধুনিকায়নে ইতোমধ্যে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে।মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. বিল্লাল হোসেন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন।এসকেডি/আরআইপি
Advertisement