সিলেট শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৮৯ দশমিক ৪১ শতাংশ। এই বোর্ডের অধীনে এবার ১ লাখ ৩৪ হাজার ২০২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৮২ জন। এ বছর পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা দুটিই কমেছে।
Advertisement
শনিবার দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ। এসময় উপস্থিত ছিলেন বোর্ড সচিব মো. মোস্তফা কামাল আহমদ, বিদ্যালয় পরিদর্শক মইনুল ইসলাম, সিস্টেম অ্যানালিস্ট কর্মকর্তা সরকার মো. আতিকুর রহমান। সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমদ বলেন, অকাল বন্যায় এবার সিলেট অঞ্চলে দুই শতাধিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান ব্যহত হয়। যে-কারণে ওই অঞ্চলে ফলাফল কিছুটা খারাপ হয়েছে। এ বছর সিলেট বোর্ডে ১৪ হাজার ৩২০ জন শিক্ষার্থী ফেল করেছে বলেও জানান তিনি।
সিলেট বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৩ হাজার ১৭০ জন, মেয়ে ৪ হাজার ৪৫১ জন। এ বছর জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও কমেছে। গত বছর ১০ হাজার ২৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। গওই বছর পাসের হারও ছিল ৯৩ দশমিক ৩৭ শতাংশ। এবার তা কমে ৮৯ দশমিক ৪১ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর সবচেয়ে বেশি ফেল করেছে গণিতে। এ বিষয়ে পাসের হার ৯৩.৮১ শতাংশ। গত বছর গণিতে পাসের হার ছিল ৯৮.৪২ শতাংশ। মেয়েরা এগিয়ে : সিলেট শিক্ষাবোর্ডে পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বছর ৫৮ হাজার ৩৬ জন ছেলে পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করে ৫১ হাজার ৭৯৩ জন। পাসের হার ৮৯.২৪ শতাংশ। আর ৭৭ হাজার ১৬৬ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৯ হাজার ৮৯ জন। পাসের হার ৮৯.৫৩ শতাংশ। গড় পাস ৮৯.৪১ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৯৩ .৩৭ শতাংশ।
Advertisement
ছামির মাহমুদ/এমএএস/এমএস