জাতীয়

‘পরীক্ষার নাম শুনলে এখন আর ভয়ে হাত-পা কাঁপে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক সময় সরাসরি এসএসসি পরীক্ষা দিতে গেয়ে পরীক্ষার্থীদের পেটের মধ্যে গুড় গুড়, ভয়ে হাত-পা কাঁপা এবং গলা শুকিয়ে যাওয়ার অবস্থা হতো। কিন্তু এখন শিক্ষার্থীরা পরীক্ষায় ভয় পায় না। পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী (পিইসি) এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা দিতে ভীতি কেটে যাওয়ায় এসএসসি বা অন্য কোনো পরীক্ষা এখন স্বাচ্ছন্দ্যে দিতে পারে শিক্ষার্থীরা। আজকের শিশুরা অনেক বেশি মেধাবী বলেও জানান প্রধানমন্ত্রী।

Advertisement

প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শনিবার প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বিনামূল্যে বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। যুগের সঙ্গে তাল মিলিয়ে পড়াশোনা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার যুদ্ধে অংশগ্রহণ করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে স্বাক্ষরতার হার বাড়ে। বর্তমানে স্বাক্ষরতার হার শতকরা ৭২ ভাগেরও বেশি। তিনি বলেন, ২০০১-০৮ সাল পর্যন্ত বিএনপি জামায়াত জোট সরকারের আমলটি ছিল অন্ধকারে আচ্ছন্ন। এ সময়ে দেশে স্বাক্ষরতা হার কমে যায়।

Advertisement

এমইউ/এমএআর/এমএস