কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার জেএসসিসি পরীক্ষায় ফল বিপর্যয় ঘটেছে। এবার এ বোর্ডে পাসের হার ৬২.৮৩ শতাংশ। এ বছর ২ লাখ ৬১ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৬৪ হাজার ৪৫৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ৮৭৫ জন।
Advertisement
ফলাফল ঘোষণা করে উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহাদুর হোসেন জানান, এ বছর ৬১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। শূন্য পাসের হার ১টি প্রতিষ্ঠান।
তিনি আরও জানান, ইংরেজি ও গণিতে বেশি পরীক্ষার্থী ফেল করায় এ বছর পাসের হার কমেছে। এ বছর ইংরেজিতে ফেল করেছে ৭৬ হাজার ৬৮১ জন এবং গণিতে ফেল করেছে ৪৫ হাজার ৯১৫ জন। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৯.৬৮ শতাংশ।
কামাল উদ্দিনি/এমএএস/আইআই
Advertisement