সে দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্যাকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, বোলারদের দিয়েই চমক দেখাতে চান! তাই তিনি বোলারদের নিয়ে আগে কাজ করছেন। একদম বেসিক থেকে ফাস্ট বোলারদের কাজ করাচ্ছেন সুজন।
Advertisement
গত ২৭ তারিখ ক্যাম্প শুরু পর আজ (শনিবার) টানা দ্বিতীয় দিনের মত ফাস্ট বোলারদের ব্যাটিং ও বোলিং নিয়ে কাজ করেছেন সুজন।
এবারই যে সকল বোলার সুযোগ পেয়েছেন, তাদের প্রথমে নেটে ব্যাটিং করতে পাঠান সুজন। রাহি, রাব্বি, রনি, রাজু, আরিফুল ও সাইফুদ্দীনরা ব্যাটিং শেষ করে একাডেমির মাঠের উইকেটে এসে ট্যাকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে তাদের বোলিং নিয়ে কাজ করেন।
এর আগে সুজন রুবেল, শুভাশিস, তাসকিন, শফিউল ও মোস্তাফিজকে নিয়ে কাজ করেন। তখন বোলারদের লাইন-লেন্থ নিয়ে কাজ করেন খালেদ মাহমুদ সুজন। এই সেশনে দেখা যায় শুভাশিস ও শফিউল বেশ কার্যকরী বল করছেন।
Advertisement
উল্লেখ্য, আগামী ১৫ তারিখ অনুষ্ঠিত ত্রদেশীয় সিরিজ ও এরপর শ্রীলংকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে বিসিবি ঘোষিত প্রাথমিক সদস্যরা ক্যাম্পে অনুশীলন করছে।
এমএএন/এমআর/এমএস