দৈনিক সমকালের জীবননগর প্রতিনিধি আবু সায়েম হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে সোমবার বেলা ৪টার সময় জীবননগর প্রেসক্লাবের উদ্যোগে জীবননগর বাস স্ট্যান্ড চত্বরে সাংবাদিক-জনতার প্রতিবাদ সমাবেশ হয়েছে। প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে হত্যা রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গোলাম মোর্তূজা, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মো. কাজী বদরুদ্দোজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দীন, উপজেলা জাসদের সভাপতি আব্দুর রশিদ, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একরামুল হক পিপুল, জীবননগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাংবাদিক নারায়াণ ভৌমিক, আতিয়ার রহমান, শামসুল আলম, সালাউদ্দীন কাজল প্রমুখ।উল্লেখ্য, গত ৭ জুলাই রাতে লাল সালু পরে সাধু সেজে ঘাতক রাজিব সরকার সাংবাদিক আবু সায়েমের শয়নকক্ষে প্রবেশ করে তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। মুমূর্ষু অবস্থায় আবু সায়েমকে উদ্ধার করে প্রথমে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাতপাতাল নেওয়া হয় এবং পরের দিন ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সালাউদ্দীন কাজল/এমজেড/আরআই
Advertisement