দেশজুড়ে

চট্টগ্রামে ভেজাল বিরোধী অভিযান : ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

ভেজাল খাদ্য তৈরির অভিযোগে চট্টগ্রামে দুটি প্রতিষ্ঠানকে সীলগালাসহ আট প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসন, র্যাব-৭, বিএসটিআই এবং পরিবেশ অধিদফতরের যৌথ অভিযানে মহানগরীর বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। জেলা পরিষদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত দুটি কারখানাকে (মডার্ন পলি ফেক্টোরি ও তালহা এন্টারপ্রাইজ) সীলগালা করেন এবং আরো আট প্রতিষ্ঠানকে সর্বমোট দুই লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেন। প্রতিষ্ঠান গুলো হলো এ জেড ট্রেডার্স- ৫০ হাজার টাকা , আলিফ ট্রেডিং- ৫০ হাজার টাকা ,তালহা এন্টারপ্রাইজ-৩০ হাজার টাকা , রয়েল এন্টারপ্রাইজ - ৪০ হাজার টাকা , এছাড়া অবৈধভাবে প্লাস্টিক দ্রব্য তৈরি করার অপরাধে আরো চার প্রতিষ্ঠানকে ( এস বি ট্রেডার্স, জালাল প্লাস্টিক ফেক্টোরি, এস এম প্লাস্টিক এন্টারপ্রাইজ, এস এম ট্রেডার্স)  ৮৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।এসকেডি/এমআরআই

Advertisement