দেশজুড়ে

লক্ষ্মীপুরে বসতবাড়ি ভাঙচুরের ঘটনায় ১৮টি পরিবারে আতঙ্ক

লক্ষ্মীপুরে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উদ্দেশ্যমূলক কয়েকটি বসত বাড়ি ভাঙচুর ও মালামাল লুট করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি সাধন হয়। এ নিয়ে বর্তমানে ১৮টি পরিবার আতংকে জীবনযাপন করছে।সোমবার দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব তথ্য জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন চৌধুরী রিগ্যান। এসময় ক্ষতিগ্রস্থ আবু তাহের মুন্সি, আলী হায়দার, মোশাররফ হায়দার চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ও শাহানারা পারভীনসহ কয়েকজন উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে ১৯৬৫ সাল থেকে ১৮টি পরিবার ঘর-বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। হঠাৎ লক্ষ্মীপুরের সদ্য বিদায়ী জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতানের মৌখিক নির্দেশে ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) ও আনসার সদস্য খাকসারের নেতৃত্বে সম্পূর্ণ অবৈধভাবে তাদের ঘর-বাড়িতে হামলা চালানো হয়। এসময় তারা ঘর ও মালামাল ভাঙচুর এবং তিনটি পুকুরের মাছ লুট করে নিয়ে যান। বর্তমানে ওই পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছেন। অথচ ওই সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান ও উচ্চ আদালতে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানান তারা। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।কাজল কায়েস/এমজেড/এমআরআই

Advertisement