বিনোদন

২৮ হলে মুক্তি পেয়েছে গহীন বালুচর

জনপ্রিয় নির্মাতা বদরুল আনাম সৌদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’ শুক্রবার মুক্তি পেয়েছে। বছরের শেষ ছবি হিসেবে এটি মুক্তি পেয়েছে ২৮টি হলে।

Advertisement

নির্মাতা সৌত বলেন, ‘আমাদের দেশের বেশিরভাগ সিনেমা হলেই পরিবেশ খুব একটা ইতিবাচক নয়। তাই আমি হলের সংখ্যা বাড়াতে চাইনি। যেসব হলে দর্শকদের আগ্রহ রয়েছে সেগুলোকেই টার্গেট করছি। পরবর্তী সপ্তাহে আরো কিছু হল যোগ হতে পারে।’

আপাতত দর্শক ছবিটি দেখতে পাবেন আলমাস (চট্টগ্রাম), বলাকা (ঢাকা), বনলতা (ফরিদপুর), বর্ষা (জয়দেবপুর), বিজিবি (সিলেট), ব্লক বাস্টার (ঢাকা), ছায়াবাণী (ময়মনসিংহ), চিত্রালি (খুলনা), কাকলি (শেরপুর), কেয়া (টাঙ্গাইল), কল্লোল (মধুপুর), মমতাজ (সিরাজগঞ্জ), মর্ডান (দিনাজপুর), মধুমিতা (ঢাকা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), অভিরুচি (বরিশাল), রানিমহল (ডেমরা), রূপকথা (পাবনা), সাগরিকা (চালা), সেনা (সাভার), শাপলা (রংপুর), শঙ্খ (খুলনা), শ্যামলী (ঢাকা), সনি (ঢাকা), স্টার সিনেপ্লেক্স (ঢাকা), তাজ (নওগাঁ), তিতাস (পটুয়াখালী) ও উপহার (রাজশাহী) সিনেমা হলে।

পরিচালনার পাশাপাশি ‘গহীন বালুচর’-এর কাহিনী- সংলাপ-চিত্রনাট্যও সৌদের। চলচ্চিত্রটি সহপ্রযোজনা করেছে ‘সাতকাহন’ ও ‘ফ্রেন্ডস মুভিজ’। ছবিতে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তার সঙ্গে আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, মুন, তানভির, নীলাঞ্জনা নীলাসহ একঝাঁক তরুণ অভিনয়শিল্পী। ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

Advertisement

এলএ/জেডএ/আইআই