রোববার দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশের টাইগাররা। শেষ ওয়ানডেতে বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার কাছে হেরেও যায় তারপরও ডেডলাইন আগামী সেপ্টেম্বরের মধ্যে র্যাঙ্কিংয়ে আটের নিচে নামার সম্ভাবনা নেই।২০১৭ সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে আটটি দল খেলার সুযোগ পাচ্ছে। ইতোমধ্যেই সাতটি দল খেলা নিশ্চিত করেছে। আইসিসির বর্তমান র্যাঙ্কিংয়ে ৮ এবং ৯ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান। তাই লড়াইটা এখন ৮ এবং ৯ এ থাকা এই দুই দলের।আজহার আলীর নেতৃত্বে পাকিস্তান দল বর্তমানে শ্রীলংকা সফরে রয়েছে। প্রথম ওয়ানডে জিতে আত্মবিশ্বাসী তাদের দল। এই সিরিজ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলবে আজহারের দল। তবে সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজেরও। জিম্বাবুয়েতে তারা ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে। সেখানে মোকাবেলা হবে প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে।বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবং অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। দুইবার করে এই ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন তারা।আরটি/এসআইএস/আরআইপি
Advertisement