খেলাধুলা

বাংলাদেশের সব তথ্য শ্রীলঙ্কাকে দিচ্ছেন হাথুরুসিংহে

'ঘরের শত্রু বিভীষণ' তো একেই বলে! ক'দিন আগেও বাংলাদেশের হয়ে প্রতিপক্ষ বধের ছক আঁটতেন, সেই চন্ডিকা হাথুরুসিংহে এখন ছক কষছেন টাইগারদের নাকাল করার। শ্রীলঙ্কার কোচ হিসেবে তার প্রথম অ্যাসাইনম্যান্ট যে এই বাংলাদেশের বিপক্ষেই। মাশরাফি-সাকিব-মুশফিকদের দুর্বলতাগুলোও তার চেয়ে ভালো কেউ জানেন না।

Advertisement

আগামী মাসেই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। পূর্ণাঙ্গ সিরিজের মাঝে জিম্বাবুয়েকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে তারা। সাবেক দল বাংলাদেশকে হারাতে তাই কোমড় বেঁধে পরিকল্পনা আঁটছেন হাথরুসিংহে

আসন্ন সিরিজে বাংলাদেশের দুর্বলতাগুলো কাজে লাগানোর সতর্কবার্তাই দিয়ে রাখলেন শ্রীলঙ্কার নতুন এই কোচ। হাথুরু যদিও দুই দলেরই সমান সুবিধা দেখছেন, 'আমি সেখানে যাচ্ছি, এটা বেশ আগ্রহ সৃষ্টি করছে। আমি তাদের সঙ্গে থেকে যে তথ্যগুলো পেয়েছি, সেগুলো কাজে লাগাব। তারাও অবশ্য একই কাজ করবে। কেননা তারা জানে আমি কিভাবে কাজ করি। তাই আমার মনে হয়, দুই দলই সমান সুবিধা পাবে।'

বাংলাদেশে কাজ করেছেন, প্রায় সব কিছুই তার জানা। তবে সাবেক শিষ্যদের হালকাভাবে নিচ্ছেন না হাথুরু। ঘরের মাঠের বাংলাদেশকে সমীহ জানিয়ে তিনি বলেন, 'আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছি না, এটা বড় চ্যালেঞ্জ হবে। বাংলাদেশে গত দুই বছরে ঘরের মাঠে খুব শক্তিশালী হয়ে উঠেছে। আমাদের জন্য এটা চ্যালেঞ্জের। জিম্বাবুয়েও ভালো করছে। আশা করছি, দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে।'

Advertisement

এমএমআর/আইআই