আন্তর্জাতিক

চীন থেকে ফেরা উ. কোরিয়ার বিজ্ঞানীর ‘আত্মহত্যা’

চীনে চলে যাওয়ার পর সেখান থেকে ফিরতে বাধ্য হওয়া উত্তর কোরিয়ার একজন পরমাণু বিজ্ঞানী আত্মহত্যা করেছেন। রেডিও ফ্রি এশিয়াকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার তিনি আত্মহত্যা করেছেন। পিয়ংইয়ংয়ের দ্য স্টেট অ্যাকাডেমি অব সায়েন্সের একজন গবেষক ছিলেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, রেডিও ফ্রি এশিয়া নিশ্চিত নয়, তবে ওই বিজ্ঞানীর নাম হুন চেও হু হতে পারে। চীনে যাওয়ার আগে তিনি অফিস থেকে ছুটি নিয়েছিলেন।

নভেম্বরের ১৭ তারিখে তাকে উত্তর কোরিয়াতে ফেরত পাঠানো হয়।

Advertisement

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র আরএফএকে জানিয়েছে, কেন তিনি চীনে পালিয়ে গিয়েছিলেন বা কোন পথে গিয়েছিলেন সেসব সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদের মাত্র ঘণ্টা কয়েক আগেই তিনি আত্মহত্যা করেন।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য যেখানে নেয়া হয়েছিল সেখানে তিনি বিষ নিয়ে ঢুকিছিলেন। তবে কিভাবে তিনি সেখানে বিষ নিয়ে ঢুকতে পেরেছিলেন সেটি এখনও স্পষ্ট নয়।

সূত্রটি আরও জানিয়েছে, চীন যদি জানত সে কে তবে তারা কখনই তাকে ফেরত পাঠাতো না এবং সে কি জানে সেসবও তারা জানার চেষ্টা করত।

এনএফ/আইআই

Advertisement