আন্তর্জাতিক

সিরিয়া ‘বিজয়ে’র উৎসবে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার শীর্ষ সেনা কর্মকর্তারা বৃহস্পতিবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সিরিয়া ফেরত সেনাদের সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

মস্কোর দাবি, সেখানে তারা কেবল জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধেই জয় পায়নি, বরং এটি মার্কিন এবং পশ্চিমাদের বিরুদ্ধেও একটি বিজয়।

গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসের সেন্ট জর্জ হলে আয়োজিত এ অনুষ্ঠানে পুতিন ছয়শোর বেশি সেনাকে স্বাগত জানান। সিরিয়ায় এই সেনাদের অবদানের জন্য তাদের ধন্যবাদও জানান রুশ প্রেসিডেন্ট। সম্প্রতি আইএসের বিরুদ্ধে সিরিয়াতে বিজয় ঘোষণা করেছে রাশিয়া।

এ মাসেই পুতিন ঘোষণা দিয়েছেন সিরিয়া থেকে তিনি রুশ সেনাদের প্রত্যাহার শুরু করবেন। সেই সঙ্গে তিনি এ কথাও বলেছেন, সিরীয় উপকূলীয় শহর লাতাকিয়া এবং তার্তুসের কাছের দু’টি সেনাঘাঁটিতে দীর্ঘদিন অবস্থান করবে রুশ সেনারা।

Advertisement

বৃহস্পতিবারের অনুষ্ঠানে পুতিন বলেছেন, ৫৮ হাজারের বেশি রুশ সেনা সিরিয়া ক্যাম্পেইনে যোগ দিয়েছিলেন। তাদের প্রত্যেককে পুতিন ধন্যবাদ জানান। বিশেষ করে ধন্যবাদ জানান নারী সেনাদের।

এনএফ/আইআই