দেশজুড়ে

পুলিশের ঘুষ কেলেঙ্কারির দায় পুলিশ বাহিনী নেবেনা : অতিরিক্ত আইজিপি

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান বলেছেন, বরিশাল মেট্রো পলিটন পুলিশের পদোন্নতির ঘুষের টাকা উত্তোলনের সঙ্গে জড়িত যারা এ দায় তাদের। এই দায় পুলিশ বাহিনী নেবেনা। এ ঘটনায় তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে কেবল বিভাগীয় ব্যবস্থাই নয়, এটি ক্রিমিনাল অফেন্স বলে ফৌজদারী আইনেও ব্যবস্থা নেয়া হবে।সোমবার দুপুর ২টার দিকে বরিশাল কোতোয়ালী মডেল থানা পুলিশের ভিক্টিম সাপোর্ট সেন্টার পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।তিনি আরো বলেন, এ বিষয়টি তারা পুলিশ বাহিনীর মধ্য থেকেই জানতে পেরেছেন। তাই এই টাকা উত্তোলন করে সরকারকে বিব্রত অবস্থায় ফেলার জন্য বাহিনীর মধ্য থেকে কেউ কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।অতিরিক্ত আইজিপি মো. মোখলেসুর রহমান আরো বলেন, পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা চলছে। তবে এক্ষেত্রে সমাজের অন্য সেক্টরগুলাকেও দুনীর্তিমুক্ত না করে কাজ হবে না। তাই পুলিশকে জন বান্ধব করার জন্য সরকারের কর্মসূচি ফলপ্রসূ করা কথা বলেন তিনি।এসময় উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের ডিাআইজি মো. হুমায়ূন কবির, বরিশাল মেট্রো পলিটন পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরী, পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এর আগে অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান সকালে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় কীর্ত্তনখোলা নদীতে বিভিন্ন প্রজাতির ৫ হাজার মাছের পোনা অবমুক্ত করেন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে এই মাছ অবমুক্ত করা হয়।এরপর সোয়া কোটি টাকা ব্যয়ে গৌরনদী উপজেলার মডেল থানা ভবন উদ্বোধন করেন। এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত গৌরনদী মডেল থানার সার্ভিস ডেলিভারি সেন্টারের কাগজপত্র হস্তান্তর করেন।সাইফ আমীন/এমজেড/আরআই

Advertisement