যুগে যুগে সেরার বিতর্ক চলেছে, চলবে। আগে ছিল পেলে-ম্যারাডোনা। এখনকার ফুটবলে চলছে লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে। কেউ বলছেন মেসি সেরা, কেউ রোনালদোকে। কেউবা আবার একটু মজা করে বলছেন, 'মেসি যে সেরা সেটা রোনালদোকে বলো না।'
Advertisement
না, কোনো সাধারণ মানুষ নন। মেসি আর রোনালদোকে তুলনায় এনে এমন মন্তব্য করেছেন ইতালিয়ান ক্লাব রোমার কিংবদন্তি ফুটবলার ফ্রান্সিসকো টট্টি। সবাইকে বুঝিয়ে দিয়েছেন বার্সেলোনা সুপারস্টার মেসিকেই তার সেরা মনে হয়।
রোনালদো আর মেসির লড়াইটা গত এক দশক ধরেই। রোনালদো শুধু ব্যালন ডি'অর জয়ে পিছিয়ে ছিলেন। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান রেখে এই ব্যালন ডি'অর সংখ্যায়ও (৫টি) মেসিকে ছুঁয়ে ফেলেছেন পর্তুগিজ যুবরাজ।
তারপরও রোনালদোকে মেসির সমান ভাবতে নারাজ টট্টি। ইতালির সাবেক এই ফরোয়ার্ড আধুনিক ফুটবলের সাড়া জাগানো তারকাদের নিয়ে বলেন, 'এখনকার ফুটবলে রোনালদো ও নেইমারের মতো অনেক খেলোয়াড় আছে। তবে নেইমার উচ্চমূল্যের উদাহরণ। একজন খেলোয়াড়কে ২৫ কোটি ইউরো দেওয়াটা খুবই বেশি। এটা বাস্তবতার বাইরে। তবে মেসি নাম্বার ওয়ান। ক্রিশ্চিয়ানোকে (রোনালদো) কেবল এটা বলো না।'
Advertisement
এমএমআর/জেআইএম