বিনোদন

এক যুগ পেরিয়ে শাহরুখের দেবদাস

বলিউড কিং খান শাহরুখ অভিনীত ‘দেবদাস’ ছবিটি এক যুগ পেরিয়ে পা রাখল ১৩ বছরে। প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পরিচালক সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বহুল জনপ্রিয় এই ছবিতে আরো অভিনয় করেছিলেন দুই জনপ্রিয় মুখ ঐশ্বরিয়া রাই ও মাধুরী দিক্ষীত। নির্মাণ শৈলী, স্টার কাস্ট ও বাজেটের কারণে শাহরুখের ‘দেবদাস’ হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। এ সিনেমায় ব্যবহৃত গানগুলো এখনো জনপ্রিয়। মুক্তির ১৩ বছর পূর্তি উপলক্ষে ব্যক্তিগত টুইটার একাউন্টে ছবি সংশ্লিষ্ট সকল কলাকুশলীকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। দেবদাসের বন্ধু চুনিলালের ভূমিকায় অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ। তাকে আলাদা করে ধন্যবাদ জানিয়ে কিং খান লিখেন, ‘আর আমার প্রিয় জগ্গু দাদাকে বিশেষ ধন্যবাদ। হাম তো লা ইলাজ হো গ্যায়ে চুন্নিবাবু।’ প্রসঙ্গত, ৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ‘দেবদাস’ আয় করেছিলো ১৫০ কেটি রুপি। মুম্বাইয়ের ধারাভিতে সেট তৈরি করা হয় সিনেমাটির জন্য। বাজেটের বেশিরভাগ অংশ খরচ হয় সেট তৈরিতে। শুধু পার্বতীর ঘরে ব্যবহৃত হয় ১২ কোটি ২০ লাখ ৮টি কাঁচের টুকরা। আর চন্দ্রমুখী চরিত্রে মাধুরী একটি গানে নেচেছিলেন ২২ কেজি ওজনের লেহেঙ্গা পড়ে। আরএএইচ/এলএ/আরআইপি

Advertisement