মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের অভিযোগে আটক দৈনিক ইনকিলাবের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক রবিউল্লাহ রবির জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার সাইবার আদালতের বিচারক শামসুল আলম শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।এর আগে এআইজি প্রলয় কুমার জোয়ার্দারকে জড়িয়ে সংবাদ প্রকাশের অভিযোগে ওয়ারী থানায় দায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়।উল্লেখ্য, গত ১৮ আগস্ট দৈনিক ইনকিলাবের অনলাইন সংস্করণে ‘পুলিশ মূর্তিমান আতঙ্ক’ উল্লেখ করে একটি সংবাদ প্রকাশ করা হয়।ইনকিলাবের ওই প্রতিবেদনে বলা হয়, পুলিশ বাহিনীতে অঘোষিত হিন্দুলীগ তৈরি ও প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে পুলিশ বাহিনীর বিতর্কিত ও অযোগ্য সংখ্যালঘু কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন এবং এর মাধ্যমে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে এমন অভিযোগে রাজধানীর ওয়ারী থানার এআইজি প্রলয় কুমার জোয়ার্দার বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা করেন।
Advertisement