দেশের বৃহৎ শিল্প পরিবার প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এবং ইউসেপ বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান, বর্তমান ট্রাস্টি মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর আত্মার শান্তি কামনায় সিলেটে ইউসেপ ঘাসিটুলা স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেছেন। এসময় মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়। সোমবার সকালে এসেম্বলি চলাকালে সিলেটে ইউসেপ ঘাসিটুলা স্কুলের ভারপ্রাপ্ত প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে বক্তৃতা করেন।এসময় তিনি বলেন, আমজাদ খান শুধু একজন শিল্প উদ্যোক্তা নয়, তিনি একজন প্রকৃত মানবদরদী ও মহান দানশীল ব্যক্তিও। সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চত করতে আমজাদ খান বড় ধরণের অবদান রেখে গেছেন। তাঁর এ অবদান কখনো ভুলা যাবেনা।এরপর স্কুলের ৯০০ শতাধিক ছাত্র-ছাত্রী একমিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন। ইউসেপ বাংলাদেশ সারাদেশে ৫২টি স্কুল (কারিগরি ও সাধারণ) পরিচালনা করে আসছে। এই স্কুলগুলোতে শ্রমজীবী সুবিধা বঞ্চিত ও ঝড়েপড়া ছেলে-মেয়েরা লেখাপড়া করে থাকে। এবারের এসএসসি পরীক্ষায় কারিগরি বোর্ডের অধিনে সারাদেশে সেরা ১০ স্কুলের মধ্যে প্রথম পাঁচটি স্কুলই ইউসেপ বাংলাদেশ পরিচালিত। প্রসঙ্গত, চিকিৎসাধীন অবস্থায় ৮জুলাই বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ডিউক মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগি মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরী। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক ও হৃদরোগে ভুগছিলেন। ছামির মাহমুদ/ এমএএস/এমআরআই
Advertisement