দেশজুড়ে

মঙ্গলবার রংপুর শহরের চার লেন সড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার রংপুর শহরের ৪ লেনবিশিষ্ট সড়কের উদ্বোধন করা হচ্ছে। ওই দিন দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সড়কের উদ্বোধন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর সড়ক বিভাগের অতিরিক্ত প্রকৌশলী  এ কিউ এম একরামুল্লাহ।তিনি জাগো নিউজকে বলেন, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন নির্মিত চার লেন সড়কের উদ্বোধন করবেন। এ উপলক্ষে নগরীর প্রবেশদ্বার মডার্ণ মোড়সহ নগরজুড়ে নানা কর্মসূচির আয়োজন করেছে সড়ক ও জনপথ বিভাগ। বহুল প্রতীক্ষিত এ সড়ক উদ্বোধন হলে যানজট নিরসনের পাশাপাশি ভোগান্তি কমবে নগরবাসীর। সংশ্লিষ্ট সূত্র জানায়, রংপুর নগরীকে যানজট মুক্ত রাখতে ২০১০ সালে ১৬ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন বর্তমান সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। রংপুর বাইপাস অংশে ৮ কিলোমিটার ও নগরীর ভিতরের অংশে ৮ দশমিক ২৪ কিলোমিটার অংশের নির্মাণ কাজের ব্যয় ধরা হয় ১২৬ দশমিক ৫৮ কোটি টাকা।রংপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. আব্দুল্লাহ আল মামুন জাগো নিউজকে জানান, ১৬ দশমিক ২৪ কিলোমিটার ফোর লেন সড়কের কাজ শেষ হওয়ায় রংপুরবাসীকে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে অপেক্ষা করতে হবে না। সেই সঙ্গে জেলার মানুষের যাতায়াতের পাশাপাশি অর্থনৈতিক গুরুত্বও বাড়বে এ অঞ্চলের।এসএস/এমআরআই

Advertisement