খেলাধুলা

কোনো জাতিকে আঘাত করা ঠিক না : মাশরাফি

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের সঙ্গে ‘চোকার’ শব্দটা মিশে আছে বহু আগের থেকেই। ১৯৯২ থেকে ২০১৫ প্রতিটি বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকা শিরোপার বড় দাবিদার। আবার প্রতিটি বিশ্বকাপেই লেখা হয় দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গের ইতিহাসও। তাই প্রোটিয়াদের গায়ে সেঁটে গেছে ‘চোকার’  তকমা।রোববার ম্যাচ শেষে মাশরাফির কাছে ‘চোকার’  উপাধি নিয়ে প্রশ্ন করা হলে টাইগার অধিনায়ক বেশ বিরক্ত হয়েই বলেন,   কোনো খেলোয়াড়কে এভাবে, এরকম কথা বলা ঠিক কি না। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি, এভাবে কোনো জাতিকেও আঘাত করা ঠিক না।মাশরাফি আরও বলেন, দক্ষিণ আফ্রিকা অনেক বড় দল। এমনকি বিশ্বকাপে যখন যায়, অন্যতম সেরা দল হিসেবেই যায়। সেখানে গিয়ে এমন না ভালো খেলে না। দুর্ভাগ্যজনক ভাবে ওরা এবারও সেমি-ফাইনালে গিয়ে হেরেছে। এমন নয় যে খুব খারাপ খেলে হেরেছে। আসলে এই কথাগুলো সব সময় ব্যবহৃত হয়, তখন আমার কাছে ব্যক্তিগত ভাবে মনে হয় পুরো দেশটাই এতে কষ্ট পায়। এভাবে কথা বলে আমার কাছে কষ্টদায়ক মনে হয়।এমআর/এমএস

Advertisement