দেশজুড়ে

গোপালগঞ্জে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে ৬ ডাকাত আটক : অস্ত্র উদ্ধার

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাত ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধে দুই ডাকাত গুলিবিদ্ধ ও অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। গুলিবিদ্ধ নূর ইসলাম (২৮) ও কামাল উকিলকে (৩০) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় পাইপগান, দুইটি রাম দা, একটি কুড়াল, একটি গ্রিল কার্টার, দুইটি গুলি উদ্ধার করেছে। রোববার গভীর রাতে মুকসুদপুর থানা পুলিশ ও সিন্দিয়াঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নয়াকান্দি-রাঘদী গ্রামের সংযোগ সড়কের পাশে পরিত্যক্ত একটি ভবন (ব্লক সুপারভাইজারের কার্যালয়) থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ওই ৬ ডাকাতকে গ্রেফতার করে। সোমবার বেলা ১২টায় গোপালগঞ্জ পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসপি-সার্কেল) আমীনুল ইসলাম তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এসময় এএসপি হেড কোয়ার্টার ইভানা পারভীন, সদর থানার ওসি জাকির হোসেন মোল্লাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আটকরা হলেন, মুকসুদপুর উপজেলার বাহাড়া গ্রামের লুৎফর শেখের ছেলে মিঠু শেখ (২০), ওসমান শেখের ছেলে নুর ইসলাম (২৮), হালিম মোল্লার ছেলে এনায়েত (২৮), সেকেনের ছেলে মো. শহীদ শেখ (২৪), সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে সুকদেব বিশ্বাস(২০) ও মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের গুচ্ছগ্রামের ওহাব উকিলের ছেলে কামাল উকিল (৩০)। মুকসুদপুর থানা পুলিশের (ওসি-তদন্ত) মো. খলিলুর রহমান জাগো নিউজকে জানান, ওই এলাকার একটি পরিত্যক্ত ভবনে বসে ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। আমরা ঘটনাস্থলে পৌঁছালে তারা আমাদের উপস্থিতি টের পেয়ে আমাদের ওপর আক্রমণ করে গুলিবর্ষণ করেন। আমরা পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের দুই সদস্য কামাল উকিল ও নুর ইসলাম গুলি বিদ্ধ হন। ঘটনাস্থল থেকে দুইটি গুলিসহ একটি দেশীয় পাইপগান, দুইটি রাম দা, কুড়াল ও একটি কার্টারসহ ছয় ডাকাত সদস্যকে আটক করা হয়। গুলিবিদ্ধ দুই ডাকাতকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আটকরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। এস, এম, হুমায়ূন কবীর/এমজেড/এমএস

Advertisement