তথ্যপ্রযুক্তি

চশমা আকৃতির ক্যামেরা তৈরি করবে গুগল

বাজারে আধিপত্য বজায় রাখতে নিয়মিতই নিত্যনতুন প্রযুক্তির পেটেন্ট করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল । এরই ধারাবাহিকতায় এবার চশমার মতো আকৃতির নতুন ধরনের ক্যামেরার পেটেন্ট করলো গুগল। এ প্রযুক্তির মাধ্যমে হাতের ইশারা বুঝে যখন তখন ছবি তুলতে পারবে ডিভাইসটি। খবর টেকটু।গুগলের নতুন এ পেটেন্টটি গ্রাহকের ছবি তোলায় নতুন অভিজ্ঞতা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমনকি এর মাধ্যমে ছবি সম্পাদনার কাজও করা যাবে।গ্রাহকের হাতের ইশারা পেলে ডিভাইসটি গোল ফ্রেমের ছবি তুলবে। আবার দুই হাতের ইশারা বুঝে ছবি তুলতে পারবে আয়তাকার ফ্রেমের। চশমাকৃতির ডিভাইসে এ প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্তকে গুগল গ্লাসের উন্নয়ন হিসেবে দেখছেন অনেকে। তবে এ বিষয়ে গুগলের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। গুগলের এ প্রযুক্তি শিগগির কোনো ডিভাইসে যুক্ত হবে বলেও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।এআরএস/এমএস

Advertisement