খেলাধুলা

প্রিন্সের ক্লাসে রুবেল-তাসকিনরা

বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে প্রথম বলটি করেছিলেন গোলাম নওশের প্রিন্স। বাংলাদেশ ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তী ক্রিকেটার যুক্তরাষ্ট্র প্রবাসী হলেও, বেশ কয়েকদিনের জন্য এসেছেন বাংলাদেশে।

Advertisement

বাংলাদেশে শুধু বেড়াতেই আসেননি এই সাবেক বাংলাদেশি স্পিড স্টার। এসেছেন টাইগারদের অনুশীলন ক্যাম্পেও। ফাস্ট বোলারদের সঙ্গে সময়ও কাটিয়েছেন বেশ কিছু সময়। হাতে ধরে ধরে অনুশীলন করিয়েছেন মোস্তাফিজ-তাসকিনদের। অনেকসময় নিয়ে বোলিংয়ের নানান বিষয় নিয়ে টিপিসও দিয়েছে সফিউল-রুবেল-শুভাশিসদের। অভিজ্ঞ এবং সাবেক কিংবদন্তীর ক্লাশে খুবই মনযোগী ছাত্র হয়ে উঠেছিলেন বর্তমান ফাস্ট বোলাররা।

এদিকে গোলাম নওশের প্রিন্স জাগো নিউজকে বলেন, ‘ওরা বেশ ভালো, ওদের মধ্যে প্রতিভা আছে। আমি ওদের কাছে আমার অভিজ্ঞতা শেয়ার করেছি।’ এর আগে বেশ কিছু সময় বোলারদের অনুশীলন নীবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এই সাবেক ক্রিকেটার।

উল্লেখ্য, দেশের প্রথম গতিতারকা গোলাম নওশের প্রিন্স। পেসের সঙ্গে থাকত কার্যকরী সুইংও। ১৯৮৬ থেকে ১৯৯০- এই সময়ে বাংলাদেশের হয়ে খেলেছেন ৯টি আন্তর্জাতিক ম্যাচ।

Advertisement

এমএএন/এমআর/আরআইপি