খেলাধুলা

চার দিনের টেস্টে দুই দিনেই হারলো জিম্বাবুয়ে

৯ উইকেটে ৩০৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে দেয় দক্ষিণ আফ্রিকা। টেস্টের পাহাড়সমান সংগ্রহ বলা যাবে না এটাকে। তবু দুই ইনিংস মিলিয়েও এই রান টপকাতে পারলো না জিম্বাবুয়ে। পোর্ট এলিজাবেথে চারদিনের ঐতিহাসিক দিবারাত্রির টেস্টে দুইদিনেই হেরে গেল গ্রায়েম ক্রেমারের দল। দক্ষিণ আফ্রিকা জিতলো এক ইনিংস এবং ১২০ রানের বড় ব্যবধানে।

Advertisement

প্রথম ইনিংসে ৬৮-এর পর দ্বিতীয় ইনিংসে ১২১ রান। ব্যাটিং ব্যর্থতাই লজ্জার হার লিখে দিল জিম্বাবুয়ের ললাটে। দুই ইনিংস মিলিয়ে তাদের ব্যাটসম্যানরা উইকেটে পার করেছেন ৭২ ওভারের মতো। গোলাপী বলটা বুঝতে বুঝতেই যেন শেষ দুটি ইনিংস! দুইদিনের হারে দ্বিতীয় দিনেরও প্রায় তিন ভাগের এক ভাগ বাকি ছিল।

প্রথম ইনিংসে ২৪০ রানে এগিয়ে থেকে জিম্বাবুয়েকে ফলোঅন করায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয়বার নেমে শুরুতে একটু প্রতিরোধের আভাস। উদ্বোধনী জুটিতে ৫৪ রান তুলে ফেলেছিলেন হ্যামিল্টন মাসাকাদজা আর চামু চিবাবা। এরপরই ধ্বসের শুরু।

একের পর এক ব্যাটসম্যানকে সাজঘরে ফেরাতে থাকেন প্রোটিয়া বোলাররা। দশম উইকেটে অধিনায়ক গ্রায়েম ক্রেমার আর মুজারবানির ১৮ রানের জুটি পরাজয়টাই যা একটু প্রলম্বিত করেছে।

Advertisement

দক্ষিণ আফ্রিকার পক্ষে ৫টি উইকেট নিয়েছেন কেশভ মহারাজ। ৩টি উইকেট আন্দেলো ফেহলুখায়োর।

এমএমআর/বিএ