সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের উঠা-নামার মধ্য দিয়ে লেনদেন চলছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে। প্রথম ১৬ মিনিট সূচক ঊর্ধ্বমুখী থাকলেও পরে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।সোমবার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় সকাল ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৬২১ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৯ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১৩ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ১০৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১০৬টির দাম বেড়েছে, কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৬০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭ কোটি ৪৭ লাখ টাকা।এসআই/একে/এমএস
Advertisement