আন্তর্জাতিক

দক্ষিণ ক্যারোলিনায় ১৫ বছরের অর্থনৈতিক বয়কট উঠল

দক্ষিণ ক্যারোলিনার অঙ্গরাজ্যের ওপর থেকে ১৫ বছরের অর্থনৈতিক বয়কট তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের একটি নেতৃস্থানীয় নাগরিক অধিকার সংস্থা। অঙ্গরাজ্যের রাজ্যভবনের সামনে থেকে বিতর্কিত কনফেডারেট পতাকা সরিয়ে নেওয়ার একদিন পরই এ বয়কট তুলে নেয়া হলো।   শুক্রবার ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি) এ বয়কট তুলে নেয়। কনফেডারেট পতাকা উড়ানোর প্রতিবাদে এনএএসিপি ২০০০ সাল থেকে রাজ্যটির পর্যটন ও অন্যান্য সেবাখাত বয়কট করে এসেছে। এনএএসিপি পতাকাটি একেবারে সরিয়ে ফেলার দাবিতে তাদের বয়কট অব্যাহত রেখেছিল। অবশেষে শুক্রবার এটি অপসারণ করা হয়।এনএএসিপির ন্যাশনাল বোর্ড অব ডিরেক্টরসদের বার্ষিক সভায় বয়কট তুলে নেওয়ার এ সিদ্ধান্ত গৃহীত হয়। ১৭ জুন দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে একটি শতবর্ষ প্রাচীন চার্চে শ্বেতাঙ্গ কিশোর ডিলান রুফের গুলিবর্ষণে ৯ কৃষ্ণাঙ্গের নিহত হওয়ার ঘটনায় বর্ণবাদ নিয়ে নতুন করে তীব্র বিতর্ক দেখা দেয়।একে/পিআর

Advertisement