দক্ষিণ ক্যারোলিনার অঙ্গরাজ্যের ওপর থেকে ১৫ বছরের অর্থনৈতিক বয়কট তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের একটি নেতৃস্থানীয় নাগরিক অধিকার সংস্থা। অঙ্গরাজ্যের রাজ্যভবনের সামনে থেকে বিতর্কিত কনফেডারেট পতাকা সরিয়ে নেওয়ার একদিন পরই এ বয়কট তুলে নেয়া হলো। শুক্রবার ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি) এ বয়কট তুলে নেয়। কনফেডারেট পতাকা উড়ানোর প্রতিবাদে এনএএসিপি ২০০০ সাল থেকে রাজ্যটির পর্যটন ও অন্যান্য সেবাখাত বয়কট করে এসেছে। এনএএসিপি পতাকাটি একেবারে সরিয়ে ফেলার দাবিতে তাদের বয়কট অব্যাহত রেখেছিল। অবশেষে শুক্রবার এটি অপসারণ করা হয়।এনএএসিপির ন্যাশনাল বোর্ড অব ডিরেক্টরসদের বার্ষিক সভায় বয়কট তুলে নেওয়ার এ সিদ্ধান্ত গৃহীত হয়। ১৭ জুন দক্ষিণ ক্যারোলিনার চার্লসটনে একটি শতবর্ষ প্রাচীন চার্চে শ্বেতাঙ্গ কিশোর ডিলান রুফের গুলিবর্ষণে ৯ কৃষ্ণাঙ্গের নিহত হওয়ার ঘটনায় বর্ণবাদ নিয়ে নতুন করে তীব্র বিতর্ক দেখা দেয়।একে/পিআর
Advertisement