তথ্যপ্রযুক্তি

সরকারি সেবায় ২৫ মোবাইল অ্যাপ উদ্বোধন

মানুষের উন্নত জীবন যাপনের স্বপ্ন পূরণ করে জনগণের আরো কাছে যাওয়ার পদক্ষেপ হিসেবে সরকার ২৫টি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছে। বুধবার রাজধানীর আগারগাঁও -এ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ‘জনগণের আরো কাছে’ শীর্ষক অনুষ্ঠানে এই অ্যাপগুলো সবার জন্য সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়।অবমুক্ত এসব অ্যাপের মধ্যে রয়েছে- তথ্য অধিকার আইন, ড্রাইভিং লাইসেন্স, বিএইচবিএফসি লোন ক্যালকুলেটর, নজরুল গীতি, সঞ্চিতা, ঢাকা চিড়িয়াখানা, সরকারি সেবা, বিটিআরসি, কপিরাইট আইন, আর্কিওলজি অব বাংলাদেশ, পাবলিক লাইব্রেরি, টেক্সটাইল ক্যালকুলেটর, প্রাইজ বন্ড, ই-জয়িতা, এফডিসি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, অফিসের ব্যায়াম, ৭২’এর সংবিধান, নদ-নদীর তথ্য, হাসপাতাল ফাইন্ডার, মাদকদ্রব্য ও কিশোর অপরাধ, ইমিউনাইজেশন অ্যালার্ট, ইনসেক্ট কন্ট্রোল অব ক্রপ, রুফ গার্ডেনিং এবং ভাসমান পদ্ধতিতে সবজি চাষ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, মানুষের উন্নত জীবন যাপনের স্বপ্ন পূরণ করে জনগণের আরো কাছে যাওয়ার পদক্ষেপ হিসেবে সরকার এই ২৫টি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন উদ্বোধন করলো। এটা ডিজিটাল বাংলাদেশ সরকারের জনগণের আরো কাছে যাওয়ার প্রচেষ্টারই একটা অংশ।তিনি বলেন, যে অ্যাপ্লিকেশনগুলোর উদ্বোধন হলো তা পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অধিদফতর নিয়মিত হালনাগাদ রাখবে বলে আশা করি। বর্তমানে এসবের মাধ্যমে প্রাথমিক তথ্য পাওয়া গেলেও পরবর্তীতে তার মাধ্যমে পূর্ণাঙ্গ সেবা দেয়ার প্রচেষ্টা অব্যাহত থাকবে।জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচির’ আওতায় বাংলাদেশ সরকাররের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদফতরের নির্বাচিত সেবা নিয়ে নির্মিতব্য ১০০টির মধ্যে ২৫টি মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়।অ্যাপ্লিকেশনগুলো গুগল প্লে স্টোর এবং স্ব স্ব মন্ত্রণালয়ের ওয়েবসাটে পাওয়া যাবে বলে অনুষ্ঠানে জানানো হয়। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছাড়াও প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক, বেসিসের জ্যেষ্ঠ সভাপতি রাসেল টি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement